Natural honey Archives - মিনিহাট মানেই নিরাপদ খাবার https://minihaat.com/product-tag/natural-honey/ মিনিহাট মানেই নিরাপদ খাবার Sat, 26 Oct 2024 06:08:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/minihaat.com/wp-content/uploads/2023/08/cropped-xyz-3rd-01-pngweb-01-1.png?fit=32%2C32&ssl=1 Natural honey Archives - মিনিহাট মানেই নিরাপদ খাবার https://minihaat.com/product-tag/natural-honey/ 32 32 222153388 প্রাকৃতিক চাকের মধু (Natural Honey) https://minihaat.com/product/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81/ https://minihaat.com/product/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81/#respond Sun, 13 Aug 2023 16:01:53 +0000 https://minihaat.com/?post_type=product&p=17476 মধু মানুষের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত এক অপূর্ব নিয়ামত । স্বাস্থ্য সুরক্ষা ও যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুন অপরিসীম । প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মধুতে আরোগ্য নিহিত আছে। মধুর উপকারিতা:- ১. হৃদরোগ প্রতিরোধ সাহা্য্য করে। ২. দাঁতকে পরিষ্কার আর শক্তিশালী করে; ৩. দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে ৪. মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধে কাজ […]

The post প্রাকৃতিক চাকের মধু (Natural Honey) appeared first on মিনিহাট মানেই নিরাপদ খাবার.

]]>
মধু মানুষের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত এক অপূর্ব নিয়ামত । স্বাস্থ্য সুরক্ষা ও যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুন অপরিসীম ।
প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মধুতে আরোগ্য নিহিত আছে।

মধুর উপকারিতা:-
১. হৃদরোগ প্রতিরোধ সাহা্য্য করে।
২. দাঁতকে পরিষ্কার আর শক্তিশালী করে;
৩. দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে
৪. মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধে কাজ করে।
৫. তারুণ্য ধরে রাখতে;
৬. রক্ত স্বল্পতায় উপকারি
৭. আলচার ও গ্যাস্ট্রিক রোগের জন্য
৮. দুর্বল শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুবই উপকারী;
৯. শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে;
১০. ভিটামিন-বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃঢ় করে;
১১. চুল ও ত্বক ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে;
১২. মধু কোষ্ঠকাঠিন্য দূর করে;
১৩. ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে;
১৪. রক্ত পরিশোধন করে;
১৫. শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে;
১৬. অনিদ্রা থেকে বাঁচতে
১৭. মুখের দুর্গন্ধ দূর করে;
১৮. বাতের ব্যথা উপশম করে;
১৯. মাথা ব্যথা দূর করে;
২০. শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে;
২১. গলা ব্যথা, কাশি-হাঁপানি এবং ঠাণ্ডা জনিত রোগে বিশেষ উপকার করে;
২২. শিশুদের প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না;
২৩. শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে;
২৪. আদা, পান, তুলসীর রসের সঙ্গে মধু মিছিয়ে দিনে দু’তিনবার খেলে কাশি কমে যায়।
২৫. শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে।

প্রাকৃতিক চাকের মধুর বৈশিষ্ট্যঃ

আমাদের প্রাকৃতিক চাকের মধু আমরা নিজেরা গিয়ে সংগ্রহ করি।
দেখতে সাধারণত Light Amber রঙের হবে (তবে সময়, স্থান ও ঘন-পাতলার উপর নির্ভর করে কিছুটা Light বা Dark হতে পারে)।
চাকের মধু সম্পূর্ণ গাছ থেকে চাক কেটে শুধুমাত্র উন্নতমানের ছাঁকনি দিয়ে ছেঁকে বোতলজাত করা হয়েছে।
আমাদের কাছে প্রাকৃতিক চাকের খাঁটি মধু পাবেন:
*সরাসরি প্রাকৃতিক চাক থেকে সংগ্রহ করা খাঁটি মধু
*১০০% খাটি মধু
*ভেজালমুক্ত, খাঁটি ও নিরাপদ খাদ্য পণ্য।
নিশ্চিন্ত হয়ে আমাদের পণ্য ক্রয় করতে পারেন। আমরা বিশ্বস্ততার সাথে পণ্য বিক্রয় করে যাচ্ছি।

The post প্রাকৃতিক চাকের মধু (Natural Honey) appeared first on মিনিহাট মানেই নিরাপদ খাবার.

]]>
https://minihaat.com/product/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81/feed/ 0 17476
সরিষা ফুলের মধু (Mustard Flower Raw Honey) – ১ কেজি https://minihaat.com/product/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf/ https://minihaat.com/product/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf/#respond Fri, 21 Jul 2023 21:20:27 +0000 https://minihaat.com/?post_type=product&p=16688 সরিষা ফুলের মধু (Mustard Flower Raw Honey) - ১ কেজি

The post সরিষা ফুলের মধু (Mustard Flower Raw Honey) – ১ কেজি appeared first on মিনিহাট মানেই নিরাপদ খাবার.

]]>
মধুর উপকারিতা এবং স্বাদ সম্পর্কে অবগত নয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মধু মূলত একটি খাদ্য ও ঔষধি পণ্য।মানবদেহের আবশ্যকীয় ভিটামিনের মধ্যে শতকরা ৭৫ ভাগ মধুতে পাওয়া যায়। আল্লাহ তা-আলা দুনিয়াতে জান্নাতি কিছু নিয়ামত দিয়েছেন–মধু তার মধ্যে অন্যতম নেয়ামত। মধুর উপকারিতা নিয়ে কুরআন মাজীদে আন নাহল নামে একটি সূরা আছে। মধু মিশিয়ে আয়ুর্বেদিক, হার্বাল ও অন্যান্য চিকিৎসায় বিভিন্ন অ্যান্টিবায়োটিক ঔষধ  তৈরি হচ্ছে তেমনি সরাসরি মধু খেলে বিভিন্ন রোগ হতে মুক্তি মিলছে। 

সরিষা ফুলের প্রাকৃতিক মধুর বৈশিষ্ট্যঃ

  • টাটকা মধু দেখতে সাধারণত Extra Light Amber রঙের হয়। তবে কিছু দিন পরে জমে যাওয়ার ফলে সাদা রঙের হয়ে যায়।
  • সরিষার জমা মধু কারো কাছে অত্যান্ত পছন্দের আবার কারো কাছে অপছন্দের।
  • ঘ্রাণ অনেকটা সরিষার ফুলের সাথে মিল খুঁজে পাওয়া যায়।
  • মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।
  • মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলেও সরিষা মধুতে অনেক সময় সামান্য ফেনা হতে পারে।
  • সরিষা ফুলের মধু ঘন হোক বা পাতলা হক- এটা সারা বছরই জমে থাকে। ঘন-পাতলা এবং তাপমাত্রার উপরে নির্ভর করে সম্পূর্ণ মধু বা বেশীরভাগ মধু জমে সাদা হয়ে থাকে। যেটা একেবারে ক্রিম এর মতো দেখা যায়।

সরিষা ফুলের মধু তে কেন ফেনা হয়?

সরিষা ফুলের প্রাকৃতিক Raw মধু অনেক সময় ফেনা হতে দেখা যায়। যা দেখে একজন সাধারণ মধু ক্রেতা, মধু খাঁটি হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করেন। কিন্তু এই সন্দেহ টি একেবারেই সঠিক নয়। নিচে তার Scientific ব্যাখ্যা দেওয়া হলঃ

সরিষা ফুলের প্রাকৃতিক Raw মধু তে অ্যাক্টিভ এনজাইম, প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে। এবং মধু একটি কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যাতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে। আর গ্লুকোজ ও ফ্রুক্টোজ- কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এ জন্য সরিষা ফুলের প্রাকৃতিক Raw মধুতে যদি ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ মধুর ঘনত্ব কম হয় বা মধু পাতলা হয় এবং মধু যদি ঝাঁকি লাগে, তখন মধুর মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এতে মধুর মধ্যে বায়ু বুদবুদ সৃষ্টি হয় এবং একই সাথে মধু ফেনা হতে দেখা যায় ও পাত্রের ভেতরে গ্যাস হতে পারে, যার ফলে প্ল্যাস্টিক এর বোতল কিছুটা ফুলে যেতে পারে। লক্ষণীয় বিষয় হচ্ছে- ফেনা কম বা বেশি হবে ময়েশ্চারের পরিমাণ কম-বেশির কারনে। তবে সরিষা মধু যদি খুব ঘনও হয় তারপরও অনেক সময় সামান্য ফেনা হতে দেখা যায়। মধুতে ফেনা তৈরি হলে সেটাকে কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিলে আবার সেই ফেনা মধুতে পরিণত হবে। এতে মধুতে কোন ক্ষতি বা সমস্যা হবে না।

সরিষা  ফুলের মধুর (Mustard Flower Honey) উপকারিতা :

১.  সরিষা ফুলের মধুতে থাকা নানা উপাদানের নির্যাস শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. রক্তচাপ দ্রুত বৃদ্ধি করে।

৩.  শরির সতেজ ও প্রানবন্ত রাখে।

৪.  রক্ত পরিষ্কার করে।

৫.  হজম শক্তি বাড়ায়।

৬. গ্যাস্ট্রিক বা আলসার নিরাময় করে।

৭. যৌন রোগের জন্য বিশেষ উপকারি।

৮. স্কিন পরিষ্কার রাখে।

৯.  পেটের ডাইজেস্ট বৃদ্ধি করে।

রুপচর্চায় সরিষা ফুলের  মধুর ব্যবহার :

  •  ত্বককে কোমল ও লাবণ্যময়ী  করতে এক চামচ সরিষা  ফুলের মধু পরিষ্কার ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে এক্সট্রা উজ্জ্বলতা ভাব দেখা দিচ্ছে।
  •  ব্রণ ও কালো দাগ দূর করতে পরিষ্কার ত্বকে মধু আলতো করে ঘষুন ,তারপর অল্প পরিমাণে মধু ত্বকে ১০ মিনিট লাগিয়ে ত্বক ধৌত করুন।
  •  চুলকে কন্ডিশনিং এবং শ্যাম্পু করতে চুলে অল্প পরিমাণ মধু লাগিয়ে ৫-১০ মিনিট পর ধুয়ে ফেলুন ।
  • ৪.এছাড়াও ত্বকের যেকোনো স্থানের কালো দাগ দূর করতে পরিমিত মধু স্থানটি পরিষ্কার করে লাগিয়ে রাখুন, আলতো করে ঘষতেও পারেন।

The post সরিষা ফুলের মধু (Mustard Flower Raw Honey) – ১ কেজি appeared first on মিনিহাট মানেই নিরাপদ খাবার.

]]>
https://minihaat.com/product/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf/feed/ 0 16688
লিচু ফুলের মধু (Litchi Flower Honey) – ১ কেজি https://minihaat.com/product/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf/ https://minihaat.com/product/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf/#respond Fri, 21 Jul 2023 20:58:11 +0000 https://minihaat.com/?post_type=product&p=16667 Litchi Flower Honey (লিচু মধু) - ১ কেজি

The post লিচু ফুলের মধু (Litchi Flower Honey) – ১ কেজি appeared first on মিনিহাট মানেই নিরাপদ খাবার.

]]>
লিচু ফুলের (Litchi flower) মধু মূলত লিচু ফুলের নেক্টার থেকে সংগৃহীত মধু। মধুর ধরণ নির্ভর করে সেটা কোন ফুলের নেক্টার থেকে সংগৃহীত তার উপর। প্রতিটা ফুল একটা নির্দিষ্ট মৌসুমে ফোটে, এসময় মৌমাছি ঐ ফুল হতেই মধু আহরণ করে। সংগৃহীত মধুতে যেই ফুলের নেকটার বেশি থাকে তাকে সে ফুলের মধু হিসেবে নামকরণ করা হয়। মৌ বাক্স যখন একটা বিশাল আকৃতির কোন শস্য ক্ষেতের পাশে স্থাপন করা হয় স্বভাবতই ঐ বাক্সের মৌমাছিরা এতো কাছে এতো বিপুল পরিমাণ ফুল এবং নেকটার এর সম্ভার ছেড়ে দূরে যেতে চায় না। সে জন্যই ক্ষেতের পাশে স্থায়ী মৌ বাক্সের মধু 95% খাঁটি এবং একই ফুলের হয়ে থাকে। তাই খাস ফুডের লিচু ফুলের মধু নিয়ে সংশয়ের অবকাশ নেই। 

লিচু ফুলের মধুর বৈশিষ্ট্য –

১। সবুজাভ সাদাটে বর্ণের।
২। ঘনত্ব একটু বেশি। জমে যেতে পারে বা স্ফটিকায়িত হতে পারে।
৩। অনেক দিন রেখে দিলে হালকা তেঁতো স্বাদ অনুভুত হয়।
৪। এর pH মান ৪.২২।
৫। এতে সুক্রোজের পরিমাণ <৫.০০।

মধুর উপকারিতা –

১। এতে রয়েছে বেশ কিছু খনিজ উপাদান যা শারীরিক সুস্থতা প্রদানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২। দেহে তাপ ও শক্তির যোগান দেয়।
৩। হজমক্রিয়াকে ত্বরান্বিত করে হজমে সহায়তা করে।
৪। অ্যাসিডিটি উপশমে বেশ ভালো কাজ করে।
৫। কোষ্ঠ্যকাঠিন্য এবং ডায়রিয়াতেও এটি বেশ উপযোগী।
৬। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুরক্ষিত রাখে।
৭। ঘুমের সমস্যা সমাধানে এটি বেশ ভালো কাজ করে। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এক চা চামচ মধু হতে পারে অনিদ্রার ক্ষেত্রে বিশেষ কার্যকরী।
৮। রক্তশূন্যতা দূর করে ভূমিকা রাখে।
৯। দেহের পানিশূন্যতা দূর করতে ভূমিকা রাখে।
১০। অতিরিক্ত মেদ কমিয়ে ওজন হ্রাসে ভূমিকা রাখে।
১১। ত্বক মসৃণ ও সজীব রাখতে কাজ করে এটি।
১২। রূপচর্চায় এক বহুল ব্যবহৃত উপাদান।
১৩। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বেশ ভালো কাজ করে।
১৪। হাঁপানি ও ফুসফুসের সমস্যা সমাধানে কার্যকরী।
১৫। সর্দি, কাশি, গলা ব্যথা দূর করতে চমৎকার কাজ করে।

মিনিহাটের  লিচু ফুলের (Litchi flower) মধু সেরা?

১। লিচু ফুলের নেকটার থেকে সংগৃহীত মধুর নিশ্চয়তা।
২। শতভাগ খাঁটি মধুর নিশ্চয়তা।
৩। মধু সংগ্রহ থেকে প্যাকেজিং পর্যন্ত কার্যাবলী নিজস্ব তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়।

The post লিচু ফুলের মধু (Litchi Flower Honey) – ১ কেজি appeared first on মিনিহাট মানেই নিরাপদ খাবার.

]]>
https://minihaat.com/product/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf/feed/ 0 16667